করোনায় আরও চারজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭০
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৭৬ জনে। নতুন করে আরও ৩৭০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২০৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৪টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।
আজ মৃত্যুবরণকারীদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। মোট পুরুষ মারা গেছে ১৭ হাজার ৯৫৯ জন এবং নারী ১০ হাজার ১১৭ জন। মৃত্যুবরণকারীদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃত্যুবরণকারীদের চারজনই ঢাকা বিভাগের। তাঁদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।