করোনায় আরও দুই জনের মৃত্যু, শনাক্ত ৭২
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৭২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২২ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭৬ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে আট হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় আট হাজার ৫০টি। নতুন মারা যাওয়া একজন পুরুষ ও আরেকজন নারী। তাঁদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এর মধ্যে একজন রাজশাহীর ও আরেকজন খুলনার বাসিন্দা ও তাঁরা সরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।