করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১৯১
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৩ জনের। নতুন করে আরও ১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ১৬ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ১৭৮টি। করোনা শনাক্তের হার এক দশমিক ১৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।
মৃতদের দুজনই পুরুষ। আজ কোনো নারী মৃত্যুবরণ করেনি। এ পর্যন্ত নারী মৃত্যু হয়েছে ১০ হাজার ১০৪ জন, পুরুষ ১৭ হাজার ৯৩৯ জন। মৃত্যুবরণকারী পুরুষ দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের একজনের বাড়ি ঢাকায় ও আরেকজনের রংপুরে। দুজনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।