করোনায় আরও সাতজনের মৃত্যু, শনাক্ত ৪৪৬
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৪৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৯৬ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৬২ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার দুই দশমিক ২৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৬টি ল্যাবে ১৯ হাজার ৯৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ১৫৪ টি।
মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুইজন নারী আছেন। এর মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।
শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের। এর মধ্যে ছয়জন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।