করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৭
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের। নতুন করে আরও ২৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ২৮ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৩১৭টি। করোনা শনাক্তের হার এক দশমিক ০৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
মৃতদের মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এ নিয়ে নারীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১০৩ জন, পুরুষ ১৭ হাজার ৯৩৫ জন। এর মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও রংপুর বিভাগে আরও একজন রয়েছে। এদের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন ও বেসরকারি হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।