করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত হাজারের নিচে
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮৬৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। আর মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩৩ জনের।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ২৬৪ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৬টি ল্যাবে ২১ হাজার ৫৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৫০৮টি। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।
শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন। এর মধ্যে সাত জন সরকারি হাসপাতালে ও দুইজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।