করোনায় উপার্জনের আশায় ঢাকায়, আর বাড়ি ফেরা হলো না
গত দুই সপ্তাহ ধরে রাজধানীতে ভ্যানে করে আম বিক্রি করছিলেন রংপুরের কৃষক সাইফুল ইসলাম (৫০)। ব্যবসায় লোকসান হওয়ায় আড়তে আম ক্যারেট ফেরত দিয়ে বাড়ি চলে যেতে চেয়েছিলেন তিনি। ঘরে ফেরা হলো না কৃষক সাইফুল ইসলামের। রাজধানীর তেজাগাঁওয়ে পুরাতন বিমানবন্দর সড়কে আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ট্রাকের ধাক্কায় মারা গেছেন তিনি।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ রানা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন।’
এসআই সোহাগ রানা নিহত সাইফুলের চাচাত ভাই মনোয়ার হোসেন মিলনের বরাত দিয়ে বলেন, ‘সাইফুল একজন কৃষক। ১৫ দিন আগে আম ব্যবসার জন্য তিনি ঢাকায় আসেন। এরপর থেকে কড়াইল বস্তিতে মিলনের সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে ভ্যানে করে আম বিক্রি করেছিলেন সাইফুল। কিন্তু ব্যবসায় লোকসান হওয়াতে তিনি আবার গ্রামের বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন। এ জন্য মঙ্গলবার ভোরে আমের ক্যারেট ফেরত দেওয়ার জন্য ভ্যানে করে যাচ্ছিলেন কারওয়ান বাজারের আড়তে। পথে একটি ট্রাক ভ্যানেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইফুল গুরুতর আহত হন। এরপর সাইফুলকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢামেকে পাঠান। ঢামেকে নেওয়ার পরপরই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
নিহত সাইফুল ইসলামের বাড়ি রংপুর সদর উপজেলায়। বাবার নাম তৈয়ব আলী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সোহাগ রানা বলেন, ‘ট্রাক ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। আমরা ট্রাক চালককে শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’