করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬৯
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭ জনের। নতুন করে আরও ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৪৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৭৩০ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ২০ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৬৬টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ২৫ শতাংশ। নতুন একজন মৃত্যুবরণকারী নারী। তিনি চট্টগ্রামের বাসিন্দা। তাঁর বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। এই পর্যন্ত নারী মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৯৩ জন ও পুরুষ ১৭ হাজার ৯২৪ জন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।