করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮৭২ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৭৪৬ জন। মোট শনাক্ত ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ৩৪ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ১৭৫টি।
মৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও নারী ১৩ জন। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ৪১-৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের একজন, ৪১ থেকে ৫১ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।
শেষ ২৪ ঘণ্টায়ও ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ২১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা দুজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে দুজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৮ জন সরকারি হাসপাতালে ও ছয়জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।