করোনায় চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে চারজন রয়েছে। সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, ১২ জন।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছে।
এর আগে গতকাল শনিবার ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন করোনায় মৃত্যুবরণ করেন।
গত ৪ জুন ঢাকা বিভাগে নয়জন ও চট্টগ্রাম বিভাগে ছয়জন এবং ৩ জুন ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন ও রাজশাহী বিভাগে আটজন মৃত্যুবরণ করেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আরও এক হাজার ৬৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ ১০ হাজার ৯৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৮৯৭ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৫১ হাজার ৩২২ জন করোনা থেকে সুস্থ হলো।