করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে
দেশে তুলনামূলক কমতে শুরু করেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৯২৯ জন। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৩৪ জনের। একই সময়ে চার হাজার ৭৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ৩২ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩১ হাজার ৮৭৭টি।
মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও নারী ৫ জন। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১-৫০ বছরের চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
শেষ ২৪ ঘণ্টায়ও ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে পাঁচ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা দুজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে এক জন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন সরকারি হাসপাতালে ও দুজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন এবং মোট ২৮ হাজার ৮৮৭ জন মারা গেছেন।