করোনায় নতুন আক্রান্ত ৫৫৭, মৃত্যু একজনের
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৭৭ জনে। নতুন করে আরও ৫৫৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ১৮৯টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
আজ মৃত্যুবরণকারী একজন নারী। তাঁর বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি রংপুর বিভাগে এবং সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এক বছরের ১৮ মার্চ।