করোনায় মারা গেলেন সিলেট উপ-নির্বাচনের ‘রিটার্নিং কর্মকর্তা’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মারা গেছেন। আজ রোববার বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
আসাদুজ্জামান বলেন, ‘প্রায় ২০ দিন আগে মো. ইসরাইল হোসেন করোনায় আক্রান্ত হন। তিনি যখন করোনায় আক্রান্ত হন, তখন তিনি সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তারপর মো. ইসরাইল হোসেনকে ঢাকার আনা হয় চিকিৎসার জন্য। সঙ্গত কারণেই তখন সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।'
ইসির যুগ্ম সচিব জানান, এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ রোববার সকালে ইসির কুমিল্লা বিভাগের কর্মী মোহাম্মদ এনামুল হক (৪৪) মারা গেছেন। এই নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইসির সাতজন কর্মকর্তা-কর্মচারী মারা গেলেন।
এখন পর্যন্ত ইসির প্রায় ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। অন্যরা চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেই আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন চলমান কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছে। যদিও এই নির্বাচন বন্ধ করার জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী সিইসিকে আইনি নোটিশ পাঠিয়েছে।
তবে আজ দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বিধান রয়েছে। তাই এ কঠিন সময়ের মধ্যেও নির্বাচন করতে হচ্ছে। তবে করোনায় বিধিনিষেধ মানতে সর্বোচ্চ সতর্কতা পালনে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে।’