করোনায় মৃত্যু বাড়ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৬ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছর, অপরজন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। মৃতদের একজন ঢাকার অপরজন সিলেটের। দুজনই সরকারি হাসপাতালে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৫ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার এক দশমিক শূন্য ৬৭ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে পাঁচ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় পাঁচ হাজার ৪০৭ জন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।