করোনায় মৃত্যু বেড়ে ২০, শনাক্ত ১৫ হাজার ৩০৮
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩০৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩০৮ জনে। মোট শনাক্ত ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।
এ সময়ে সুস্থ হয়েছে এক হাজার ৩২৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন করোনা থেকে সুস্থ হলো। তবে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৫টি ল্যাবে ৪৬ হাজার ২৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৬ হাজার ২৯২ টি।
মৃতদের মধ্যে পুরুষ আট জন ও নারী ১২ জন। এদের মধ্যে শুন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।
একদিনে চট্টগ্রাম বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে নয়জন। এ ছাড়া ঢাকা বিভাগে পাঁচজন, রাজশাহীতে দুইজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে। এদের মধ্যে ১৭ জন সরকারি হাসপাতালে ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা গেছে।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।