করোনায় শনাক্ত বাড়ছে, মৃত্যু ২ জনের
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫০ জনের। নতুন করে আরও ২৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৩৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৯টি ল্যাবে ১৯ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ১০৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩০ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ।
মৃত দুইজন পুরুষ। তাঁদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। একজন ঢাকার বাসিন্দা ও আরেকজন রংপুরের। তাঁরা দুইজনই সরকারি হাসপাতালে মারা যান।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।