করোনায় ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮ হাজার ১৬
দেশে নভেল করোনাভাইরাসে শেষ ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন।
এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭০৩ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭১টি ল্যাবে ৪২ হাজার ৫৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪২ হাজার ৭৮৪ টি।
মৃতদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৯ জন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ জন দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দশজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।
একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে দুই জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন ,রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে। এদের মধ্যে ২৭ জন সরকারি হাসপাতালে, পাঁচজন বেসরকারি হাসপাতালে এবং একজন বাসায় মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।