করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯০০ ছুঁই ছুঁই
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৯০ জনে। নতুন করে আরও ৮৯২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২১২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৩০২টি। করোনা শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।
নতুন করে মৃতদের তিনজনই নারী। তাঁদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এরমধ্যে ঢাকায় দুজন ও রাজশাহী বিভাগে একজন। সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ।