করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছাবে রাজশাহীর পুলিশ
রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন দেওয়ার দরকার নেই-এমন রোগীকে ভর্তি করছে না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অবস্থায় কোভিড আক্রান্ত নগরবাসীর জরুরি প্রয়োজন মেটাতে রাজশাহী মহানগর পুলিশ চালু করেছে ‘অক্সিজেন ব্যাংক’।
আজ মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই তা একশতে উন্নীত করা হবে বলে জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন, নগরীর এমন ব্যক্তি বা তার স্বজনরা মহানগর পুলিশের কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্যরা আক্রান্ত ব্যক্তির ঠিকানায় উপস্থিত হবেন। তারা বিনামূল্যে রোগীকে অক্সিজেন ও সংশ্লিষ্ট সেবা দেবেন।
পুলিশ কমিশনার উল্লেখ করেন, এ কার্যক্রম পরিচালনা করতে পুলিশ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে পরিদর্শকসহ ১০ জনকে সিলিন্ডার ব্যবহার, স্পিড মাত্রা নির্ধারণ ও রিফিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
পুলিশ কমিশনার বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় অনেক সময় সেখানে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এর পাশাপাশি করোনায় আক্রান্ত অনেকেই বাসাবাড়িতে থাকাকালে অক্সিজেনের প্রয়োজন হয়। বিভিন্ন কারণে তারা অক্সিজেন সংগ্রহ করতে পারে না। এসব দিক বিবেচনায় নিয়ে মানবিক চিন্তাধারা থেকেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
‘অক্সিজেন ব্যাংক’ উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগীদের প্রথম থেকেই শ্বাসকষ্টে অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণ এবং দায়িত্বরত পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশাজীবী কোভিড আক্রান্ত রোগীদের আরএমপির পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে আরও অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হবে।’
পুলিশ কমিশনার বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতাল ছাড়া নগরীর অন্য হাসপাতাল ও ক্লিনিকসমূহে সেন্ট্রাল অক্সিজেন নেই। এসব হাসপাতালে অক্সিজেন সিস্টেম চালু করতে সময় লাগবে অন্ততপক্ষে দুই থেকে তিন মাস। এ কারণেই কোভিড আক্রান্ত নগরবাসীর অক্সিজেন সংকট দূর করতে এই উদ্যোগ।’
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম ও মো. মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।