করোনা ইউনিটে শয্যা বাড়িয়েও সামলানো যাচ্ছে না রোগীর চাপ
সংক্রমণ বৃদ্ধির কারণে নাটোর আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৯টি শয্যা বাড়িয়ে ৫০টি করা হলেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। আজ বুধবার সকাল পর্যন্ত সেখানে ৫২ জন রোগী ভর্তি ছিল।
এদিকে, করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দ্বিতীয় দফায় আরও সাত দিনের লকডাউনের প্রথম দিনে বৈরী অবহাওয়ার মধ্যেও আজ সকাল থেকে নাটোরের বিভিন্ন সড়কে অবস্থান নেয় পুলিশ। তবে এরপরও পুলিশ ও প্রশাসনের সঙ্গে লুকোচুরি করে রাস্তায় বেরিয়েছে মানুষ। মহল্লার সড়ক ও গলিপথে ছোট যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।
অন্যদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো তথ্যে সংক্রমণের গড় হার কমে ৩৯ দশমিক ৮৬ হলেও আক্রান্তের পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৩০১ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে জানান সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। তিনি জানান, আজ বুধবার সকালে নাটোর সদর হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধির পর চলতি মাসে নাটোরে মৃত্য হলো ১৪ জনের।