করোনা কেড়ে নিল কবি নূরুল হককে
করোনায় প্রাণ হারালেন কবি নূরুল হক (৭৭) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় তিনি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কবির লাশ আজ শুক্রবার নেত্রকোনায় গ্রামের বাড়িতে পৌঁছায়। মদন উপজেলার বালালী গ্রামের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
কবি নূরুল হক নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রিয় শিক্ষকের মৃত্যুতে নেত্রকোনায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
কবি নূরুল হক মদন উপজেলার বালালী গ্রামে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে কবিতা লেখা শুরু করলেও মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আশির দশক থেকে ফের লেখালেখি শুরু করেন। তিনি জেলা শহরের সাতপাই এলাকায় নদীরপাড়ে বসবাস করতেন।
কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শাহবাগ থেকে মালোপাড়া, সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়, একটি গাছের পদপ্রান্তে, মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা, এ জীবন খসড়া জীবন।