করোনা পরীক্ষা করাতে এসে লাশ হলেন সুভাষ
সুভাষ চন্দ্র সূত্রধরের (৩২) দুবাই যাওয়ার কথা ছিল। ফলে করোনার নমুনা পরীক্ষা করার প্রয়োজন ছিল তাঁর। সেজন্য গতকাল বুধবার সন্ধ্যায় তিনি বগুড়ার শিবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। আর আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভারের ওপর থেকে সুভাষের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান। তিনি বলেন, ‘সুভাষের কাছে একটি গামছা ছিল। গলায় দাগ ছিল। মাথায় আঘাত ছিল। রক্ত বের হচ্ছিল। ফ্লাইওভারের পরেও পড়েছিল রক্ত। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এসআই শাহিনুর রহমান বলেন, ‘আমরা সুভাষের পরিবারের কাছ থেকে শুনেছি তিনি পাঁচ বছর দুবাইতে ছিলেন। গত বছরের ১৩ নভেম্বর তিনি দেশে আসেন। দেশে ফিরে ২১ নভেম্বর তিনি বিয়ে করেন। আগামী ৮ মে তাঁর পুনরায় দুবাই চলে যাওয়ার কথা ছিল। ফলে করোনার সার্টিফিকেট লাগবে। এ ছাড়া আনুষঙ্গিক আরও কিছু কাজ ছিল। ফলে গতকাল সন্ধ্যা ৭টার দিকে বগুড়া থেকে মাইক্রোবাসে করে ঢাকায় উদ্দেশে রওনা দেন।’
এসআই আরও বলেন, ‘আজ সকালে যখন আমরা টহল ডিউটিতে ছিলাম, তখন দেখি ফ্লাইওভারের ওপর একজন ব্যক্তি পড়ে আছেন। তাঁর কাছে একটি পাসপোর্ট ছিল। ওই পাসপোর্ট দেখে আমরা তাঁর পরিচয় জানতে পারি। এরপর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। নিহতের আত্মীয়স্বজন ছিল। তাদের কাছ থেকে শুনেছি কিছু কথা। শুনেছি তাঁর কাছে ৫০ থেকে ৬০ হাজার টাকাও ছিল। কিন্তু আমরা তাঁর কাছে কোনো টাকা পাইনি।’
শাহিনুর রহমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত নিশ্চিত না তাঁকে হত্যা করা হয়েছে কি না। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মামলা করবে নিহতের পরিবার। বিষয়টি আমরা তদন্ত করে আসামি গ্রেপ্তার করব। এখন ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বগুড়ায় নিয়ে যাবে পরিবার।’