করোনা বিধিনিষেধ না মানায় সিরাজগঞ্জে ৪০ ব্যক্তিকে জরিমানা
স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি বিধিনিষেধ অমান্য করে সড়কে যানবাহন চালানোর অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৪০ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত বেলকুচির বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যক্তিকে ও দোকান খুলে রাখায় চার ব্যক্তিকে দুই হাজার ৩০০ টাকা জারিমানা করা হয়।’
অপরদিকে, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রবিন শীষ বলেন, ‘আজ সকাল থেকে বেলকুচি থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা, ও সরকারি বিধিনিষেধ অমান্য করে সড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা চালানোর অভিযোগে ৩৪ ব্যক্তিকে জরিমানা করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়েছে। দণ্ডিত ৩৪ ব্যক্তিকে আট হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।