করোনা শনাক্তের ব্যবস্থা নেই সুনামগঞ্জের তিন শুল্ক স্টেশনে
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তের বাগলী, চারাগাঁও ও বড়ছড়া- এই তিন গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনে করোনাভাইরাস শনাক্তে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই তিন শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়েকশ ট্রাক কয়লা ও চুনাপাথর নিয়ে বাংলাদেশে আসছে।
দুই দেশের ট্রাকচালক ও শ্রমিকরা প্রতিদিন কাজের জন্য একে অপরের সঙ্গে লেনদেন করছেন। কিন্তু করোনাভাইরাস শনাক্তে কোনো ব্যবস্থা না নেওয়ায় সীমান্ত এলাকার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, করোনা আতঙ্কে বন্ধ রাখা হয়েছে সুনামগঞ্জের নারায়ণতলা সীমান্তের ভারত-বাংলাদেশের একমাত্র সীমান্ত হাট।
বিজিবি সূত্রে জানা যায়, বাগলী, চারাগাঁও ও বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে ৩৫০টি ট্রাক ভারত থেকে কয়লা-চুনাপাথর নিয়ে আসা-যাওয়া করেছে।
সুনামগঞ্জ জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ বলেন, ‘সারা দেশ এখন করোনাভাইরাস আতঙ্কে ও ঝুঁকিতে রয়েছে। সুনামগঞ্জের তিন তিনটা শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে ট্রাক মালবোঝাই করে আসা-যাওয়া করছে। এ সময় সীমান্ত এলাকাসহ সুনামগঞ্জ বেশ ঝুঁকিতে রয়েছে। সরকার সব বিমানবন্দর ও স্থলবন্দরে থার্মাল স্ক্যানার বসিয়েছে। ঠিক একইভাবে সুনামগঞ্জের এসব শুল্ক স্টেশনেও উদ্যোগ নেওয়া উচিত। যত দিন থার্মাল স্ক্যানার বসানো না হবে তত দিন এই শুল্ক স্টেশন বন্ধ রাখা উচিত। তা না হলে সুনামগঞ্জ তথা বাংলাদেশ ঝুঁকিতে থাকবে। এমনিতেই সুনামগঞ্জ স্বাস্থ্যসেবায় সব থেকে পিছিয়ে পড়া জেলা। তাই প্রশাসন ও সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।’
এলাকাবাসী বলছেন, ভারত থেকে প্রতিদিন এই তিন শুল্ক স্টেশন দিয়ে এলসির মাধ্যমে কয়লা ও চুনাপাথর বোঝাই করে ট্রাক আসে। কাজের তাগিদে শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যখন নানাভাবে সকর্ত অবস্থানে থেকে করোনাভাইরাস মোকাবিলা করতে বলা হচ্ছে ঠিক সেই সময় সীমান্ত এলাকায় ভারত থেকে আসা ট্রাকচালক ও শ্রমিকের করোনাভাইরাস শনাক্তের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এ নিয়ে আতঙ্কে আছে সীমান্ত এলাকার মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সুনামগঞ্জের সীমান্ত এলাকার ভারত-বাংলাদেশের সীমান্ত হাটটি বন্ধ রাখা হয়েছে, তবে এখনো শুল্ক স্টেশনের কোনো নির্দেশনা পাওয়া আসেনি। এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সীমান্ত হাট বন্ধ রাখা হয়েছে। তবে তিন শুল্ক স্টেশন দিয়ে শুধু ট্রাকচালক আসে তারা ট্রাকেই বসা থাকে। তারপরও এ ব্যাপারে নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ক্যাপশন :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী শুল্ক স্টেশন। ছবি : এনটিভি