করোনা সংক্রমণের এমন হার আতঙ্কের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি স্বাস্থ্যবিধি না মানায় এর সংক্রমণ বেড়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে সিএমএসডির নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘সংক্রমণের এমন হার আতঙ্কের বিষয়। এ ছাড়া করোনা আক্রান্ত বেড়ে যাওয়ার কারণে আমরা এক অস্বস্তিতে আছি। আমরা বেড়ে যাওয়ার কারণটি দেখলাম বেশিরভাগ সংক্রমণ হয়েছে যারা কক্সবাজার গেছে। সেখানে কেউ মাস্ক পড়েনি ও স্বাস্থ্যবিধি মানেনি। যার ফলে সংক্রমণের শতাংশ দুই থেকে এখন দশে উঠে গেছে।’
স্বাস্থমন্ত্রী আরও বলেন, ‘কিছুদিন আগেও মৃত্যু যেটা তিন অথবা চারে ছিল, সেটা এখন ২৬-এ উঠে গেছে। এটা আতঙ্কের বিষয়। আক্রান্ত বাড়ার ফলে দেশের অনেক লোক কর্মহীন হয়ে যাবে।’
এদিকে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ১৭২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৭০ হাজার ৮৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ২২ হাজার ৪০৫ জন করোনা থেকে সুস্থ হলো।