কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো অপরাধী শনাক্ত হয়নি। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে তাই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক পরিষদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামলার শিকার ডা. সাজ্জাদ বলেন, ‘হামলাকারীকে শনাক্ত করতে প্রশাসন ব্যর্থ হওয়ায় আমরা প্রতিবাদ হিসেবে কর্মবিরতির আহ্বান জানিয়েছি এবং দোষীদের আইনের আওতায় না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে।’
গত সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডা. সাজ্জাদ হোসেনকে মারধর করে।
ডা. সাজ্জাদ হোসেনতার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘৮ আগস্ট রাত ৯টার দিকে আমি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসেছিলাম। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট পরা) কয়েকজন শিক্ষার্থী এসে আমাকে আমার পরিচয় ও প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে।’
সাজ্জাদ আরও লিখেছেন, ‘আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে তাদের জানালে তারা আমার আইডি কার্ড পরীক্ষা করতে চায়। ওই মুহূর্তে আমি আমার পরিচয়পত্র দেখাতে না পারায় তারা আমাকে মারধর শুরু করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।