কাজী আনোয়ার হোসেনের জানাজা সম্পন্ন
পাঠকনন্দিত ‘মাসুদ রানা’র স্রষ্টা, সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা, লেখক, অনুবাদক কাজী আনোয়ার হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর সেগুনবাগিচা জামে মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন আত্মীয়, পরিবারসহ তাঁর ভক্ত অনুরাগীরা।
এর আগে শেষ বারের মতো দেখতে কাজী আনোয়ার হোসেনের বাড়িতে ভিড় করেন লেখক, প্রকাশকসহ দীর্ঘদিনের সহকর্মীরা। তাঁরা রাজধানীর সেগুনবাগিচায় মরহুমের বাসায় গত রাত থেকেই শোকবিহ্বল পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
প্রোস্টেট ক্যানসার এবং পরবর্তীকালে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত কাজী আনোয়ার হোসেন নয় দিন লাইফ সাপোর্টে থেকে গতকাল বুধবার বিকেলে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে লেখক-প্রকাশক-পাঠক মহলে নেমে আসে শোকের ছায়া। রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁকে দাফন করার কথা রয়েছে।
কাজী আনোয়ার হোসেন প্রায় এক হাতেই বাংলাদেশে দাঁড় করিয়েছেন রহস্য-রোমাঞ্চ গল্পের জনপ্রিয় সাহিত্যধারা। তাঁর প্রতিষ্ঠিত সেবা প্রকাশনী পাঠক তৈরিতে বিশাল ভূমিকা রেখেছে।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম নবাব। তাঁর বাব প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন; মা সাজেদা খাতুন।
কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করতেন। কুয়াশা সিরিজের মাধ্যমে লেখালেখির জগতে বিচরণ ঘটে। তাঁর ভাষাশৈলী অসাধারণ। মৌলিক রচনাগুলোও চমকপ্রদ।