কারখানায় গ্যাস সরবরাহ ৪ ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
শিল্প শ্রেণির গ্রাহকদের প্রতিদিন চার ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ বৃহস্পতিবার পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। এ সিদ্ধান্ত ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত ৩০ মার্চ বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর গত ১১ এপ্রিল থেকে ঈদ পর্যন্ত বিকেল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।