কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলেন চার শিক্ষার্থী
গাইবান্ধা জেলা কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা দিলেন জেলার চার শিক্ষার্থী। কারাগারের একটি কক্ষে তারা সকাল ১০টায় পরীক্ষা দেওয়া শুরু করেন। বাংলা প্রথম পত্রের (আবশ্যিক) এ পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
আজ রোববার (৩০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মো. নজরুল ইসলাম বলেন, ‘কারাগারের পরীক্ষা কক্ষে ডেপুটি জেলার, একজন শিক্ষক এ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরীক্ষা ভালোভাবেই শেষ হয়েছে। ওই শিক্ষার্থীরা কারাগারে বসেই পড়ে পরীক্ষা দিচ্ছেন।’
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের নাহিদ আকন্দ, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামের কাওসার শিকদার, সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আব্দুর রাজ্জাক ও একই উপজেলার একই গ্রামের বাদশা মিয়া।
নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে নাহিদ ও কাওসার সিকদার চলতি বছরের একটি হত্যা মামলার আসামি। অপর দুজন রাজ্জাক ও বাদশা মিয়া অপহরণের পর হত্যা মামলার আসামি।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী চার পরীক্ষার্থী গাইবান্ধা জেলা কারাগারে বসে পরীক্ষায় অংশ নিয়েছেন।’