কারাভোগের পর দেশে ফিরল ভারতীয় যুবক
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক বছর ছয় মাস কারাভোগের পর তাজমুল হোসেন (২২) নামে এক ভারতীয় যুবককে তার দেশে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁকে নিজ দেশে পাঠানো হয়।
আখাউড়া ইমিগ্রেশনের কর্মকর্তা স্বপন দাশ ভারতের আগরতলা ইমিগ্রেশন কর্মকর্তা ডি ভরুয়ার কাছে তাঁকে হস্তান্তর করেন। তিনি ত্রিপুরার দক্ষিণ ঊনকুটি জেলার ইরানি থানার মাগুরালী গ্রামের মো. আফরোজ আলীর ছেলে।
জানা যায়, ২০২১ সালের মে মাসের ২১ তারিখে তাজমুল অবৈধভাবে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবশে করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হয় তিনি। এ অপরাধের সাজা হিসেবে দীর্ঘ এক বছর ছয় মাস কারাভোগ করেন তিনি। কারাভোগ শেষে আজ বিকেলে তাঁকে নিজ দেশ ভারতে পাঠানো হয়।
এ ব্যাপারে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা স্বপন দাশ বলেন, কারাভোগ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় শূন্য রেখায় দুই দেশের পুলিশ, বিজিবি ও ইমিগ্রেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।