কালকিনিতে বাইকচাপায় বৃদ্ধ পথচারী নিহত
মাদারীপুরের কালকিনিতে একটি মোটরসাইকেলের চাপায় মো. কাশেম চৌকিদার নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে চৌকিদারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম চৌকিদার (৬৫) উপজেলার শিকারমঙ্গল এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, বৃদ্ধ কাশেম চৌকিদার ব্যক্তিগত কাজে বাড়ি থেকে পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে কালকিনি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৃদ্ধ কাশেম চৌকিদারকে হাসপাতালে আনার আগেরই তিনি মারা যান।’