কালকিনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত, আহত ১
মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রফিকুল ইসলাম শরীফ নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদুল ইসলাম হাওলাদার নামের আরো একজন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোল্লারহাট-ভূরঘাটা সড়কের সিটি খান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বরিশালের মুলাদি উপজেলার মালেরহাট গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শরীফের ছেলে রফিকুল ইসলাম শরীফ ও রাজ্জাক হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম হাওলাদার মোটরসাইকেলে কালকিনি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হয়ে দুজনেই রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে এলাকার মানুষ তাঁদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম শরীফকে মৃত ঘোষণা করেন। জাহিদুল ইসলাম হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’