কাল থেকে বস্তিতে টিকাদান কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর কড়াইল বস্তিবাসীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। বস্তিবাসীদের টিকাদান কার্যক্রমের আওতায় আনতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী করোনা ও টিকা সংক্রান্ত বিষয়াদি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা ইতোমধ্যেই স্কুলের শিক্ষার্থীদের জন্য টিকাদান কার্যক্রম শুরু করেছি। বেশ সফলভাবেই এ কার্যক্রম চলছে। খুব শিগগিরই পোশাক শ্রমিকদের টিকা দেওয়া শুরু হবে বলে জানান তিনি।
জাহিদ মালেক বলেন, নিবন্ধন করেই বস্তিবাসীদের টিকা দেওয়া হবে। যেখানে মানুষ নিবন্ধন করতে পারেনি, তারা সেখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা নিতে পারবে। পরে নিবন্ধন করেও তারা টিকা নিতে পারবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে টিকার কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের সংগ্রহে রয়েছে।