কাল থেকে শুরু হচ্ছে কক্সবাজারের ফ্লাইট
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় দুই মাস বন্ধ ছিল কক্সবাজারের ফ্লাইট। আগামীকাল মঙ্গলবার থেকে আবারো শুরু হচ্ছে সেই ফ্লাইট। ফ্লাইট চালাতে আজ সোমবার এয়ারলাইনসগুলোকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক সূত্রে জানা গেছে, আপাতত দিনে কক্সবাজারে সর্বোচ্চ দুটি করে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইনসগুলো।
বেবিচকের অনুমতি পাওয়ার পরপরই রুটটিতে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ও নভো এয়ার।
নভো এয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল মঙ্গলবার থেকে কক্সবাজারে দিনে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রথম ফ্লাইটটি যাবে সকাল সাড়ে ৯টায়, দ্বিতীয়টি বিকেল ৩টায়।
অপরদিকে, কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে একটি এবং বিকেল চারটা ৩৫ মিনিটে আরেকটি ফ্লাইট ঢাকায় আসবে বলে জানিয়েছে নভো এয়ার।
ইউএস-বাংলা এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে বলেছে, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় দুটি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার যাবে। আর সকাল ১১টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে একটি ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকায় আসবে।