কাল দুপুর পর্যন্ত গ্যাসের সমস্যা থাকবে : তিতাস
তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে না পারায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আজ বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান অবস্থা আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত স্বল্প গ্যাস বিরাজ করবে। এর পরে গ্যাসের সমস্যার সমাধান হবে।
এদিকে আজও রাজধানীর কিছু কিছু এলাকায় গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা, যে কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
তিতাস গ্যাস সূত্র জানায়, সাভারের আমিন বাজার এলাকায় সড়কে কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামতের কাজ চলছে, যা এখনো শেষ হয়নি।
সূত্র জানায়, আজও এই কাজ শেষ করা যাবে না। তবে বুধবার থেকে গ্রাহকেরা আবারও আগের মতো করে গ্যাস পাবেন।