কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ‘আত্মহত্যা’
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা (৩১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার তিনি আত্মহত্যা করেন বলে আজ বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানিয়েছেন।
কারা সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফার বাড়ি মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।
আব্দুল জলিল বলেন, মঙ্গলবার বিকেলে শৌচাগারের ভেতরে গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় পায়জামার ফিতা পেঁচিয়ে ফাঁস দেন। বিষয়টি বুঝতে পেরে তাঁর সঙ্গে থাকা অপর দুই কয়েদি গুরুতর অবস্থায় মোস্তফাকে উদ্ধার করেন।
আব্দুল জলিল জানান, উদ্ধারের পর গোলাম মোস্তফাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাম মোস্তফার বিরুদ্ধে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০২০ সালের ১৯ মার্চ তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ১১ জুলাই তাঁকে কাশিমপুর কারাগারে আনা হয়।