কিশোরগঞ্চ বারের সভাপতি শহিদুল ও সম্পাদক আমিনুল
কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে আওয়ামী লীগ এবং চারটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার (৬ মার্চ) জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল আলম শহীদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম রতন।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের মো. শহিদুল আলম শহীদ। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জালাল মো. গাউস পেয়েছেন ১৮৮ ভোট। এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ভূঞা পেয়েছেন ১৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আমিনুল ইসলাম রতন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের এ এফ এম বজলে কাদের মুকুল পেয়েছেন ২৩৬ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা প্রার্থীরা হলেন—সহসভাপতি মুফতি মো. জাকির খান ও মো. নবী হোসেন, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান রাসেল, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আবু সাঈম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিটর আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং কার্যকরী সদস্য পদে জাকির হোসেন অভি, শাহারিয়ার কবির দিপু ও মো. আল আমীন।
বিএনপি সমর্থিত অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা প্রার্থীরা হলেন—সহসাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রুবেল, কার্যকরী সদস্য পদে মো. শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ আল বোখারী।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এসএম মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান নির্বাচনে সমিতির ৫৮২ জন ভোটারের মধ্যে ৫৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।