কিশোরগঞ্জের আবেদা আক্তার জাহান সেরা প্রধান শিক্ষক নির্বাচিত
এ বছর বাংলাদেশের সেরা প্রধানশিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান।
ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে গেলো ৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তাঁকে সেরা প্রধানশিক্ষক নির্বাচিত করা হয়।
দেশসেরা প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নুরুর সহধর্মিণী।
এদিকে, আবেদা আক্তার জাহান বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধানশিক্ষক নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলা প্রশাসন, সমাজের বিশিষ্টজন, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। হাওর অঞ্চলে শিক্ষার উন্নয়নে তাঁর অবদান অসামান্য।
উল্লেখ্য, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মায়ের নামে প্রতিষ্ঠিত। রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নুরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে গ্রামের নারীশিক্ষার উন্নয়নে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা এখন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্মরত।