কিশোরগঞ্জের ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজলার ছয়টি ইউনিয়নে বিএনপির পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে, এর মধ্যে তিনটি ইউনিয়নে পুলিশি বাধার মুখোমুখি হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করে স্থানীয় বিএনপি।
পথযাত্রায় অংশ নেওয়া হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন জানান, সাহেদল ইউনিয়নের আশুতিয়া এলাকা থেকে তাঁর নেতৃত্বে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুড়িমারা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ ছাড়া গোবিন্দপুর ও জিনারী ইউনিয়ন দুটিতেও বিএনপির পদযাত্রায় বাধা দেয় পুলিশ।
যদিও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জমান টিটু জানান, পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকে তিনটি ইউনিয়নে পুলিশ বাধা দিয়েছে।