কিশোরগঞ্জে আ.লীগের কার্যালয়ে হামলার ঘটনায় মামলা
হেফাজতে ইসলামের হরতাল চলাকালে কিশোরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ বাদী হয়ে মডেল থানায় অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করে মামলাটি করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হরতাল চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে হেফাজতে ইসলামের কয়েকশ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। তারা ওই কার্যালয়ের সাইন বোর্ড ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার জাতীয় নেতাসহ অন্য নেতাদের ছবি ভাঙচুর ও অবমাননা করা হয়।
আওয়ামী লীগ অফিসে হামলার জের ধরে শহরের স্টেশন রোড ও পুরান থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় আওয়ামী লীগ ও হেফাজত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।