কিশোরগঞ্জে ইঞ্জিন বিকলের ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনের বিকল ইঞ্জিন মেরামতের পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে আজ সকাল পৌনে ৭টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে পড়ে।
কিশোরগঞ্জের রেলওেয়ের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগার সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। ১৫ মিনিট পর গচিহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটি মেরামত করে। পরে সকাল ১০টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।