কিশোরগঞ্জে চোরাই গরু জবাই করে মাংস ভাগাভাগি, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের কটিয়াদীতে আব্দুল জব্বার নামের এক কৃষকের একটি ষাঁড় গরু চুরির পর জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা করার ঘটনা ঘটেছে। উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেনু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গরুর মালিক আব্দুল জব্বার গতকাল রাতে ৯ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা করেছেন। আজ বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রেনু মিয়াকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অপকর্মের সঙ্গে জড়িত সবার শাস্তি চাই।’
মামলার এজাহারে বাদী আব্দুল জব্বার উল্লেখ করেন, গতকাল বুধবার সকাল থেকে গোয়াল ঘরে রাখা আনুমানিক ৯০ হাজার টাকা দামের একটি ষাঁড় গরু খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গোপন সূত্রে খবর পেয়ে দুপুরের দিকে একই গ্রামের একটি পাটক্ষেতের ভেতর আসামিদের তাঁর গরুর মাংস ভাগ-বাটোয়ারা করতে দেখেন। আসামিরা তাকে দেখতে পেলে মারপিট করে তাড়িয়ে দেয়। রাতে তিনি থানায় মামলা করেন।