কিশোরগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০
সদ্য ঘোষিত হোসেনপুর উপজেলা কমিটি গঠন নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, আজ সোমবার বেলা ১১টার দিকে সদ্য ঘোষিত কমিটির নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে আসে। এ খবরে পদবঞ্চিত ও বিদ্রোহ করা নেতারাও উপস্থিত হয় পৌর সদর বাজারে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কমিটি পাওয়া নেতাকর্মীরা অবস্থান নেয় হাসপাতাল মোড়ে। আর অপর পক্ষ অবস্থান নেয় বাজারের পশ্চিম পট্টি মোড়ে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন জন আহত হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা হোসেনপুর উপজেলা ছাত্রলীগের এক বছরের জন্য ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের রাতেই কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি নিজের ফেসবুক পেজ থেকে জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের কর্মকাণ্ড নিয়ে দুটি পোস্ট দেন। যেখানে তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিকে মেয়াদোত্তীর্ণ বলে অভিযোগ তুলেছেন।
এ ছাড়াও নবগঠিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে অছাত্র, বিবাহিত, বয়স্ক ও বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরের দিন বৃহস্পতিবার এক পক্ষ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে সেই কমিটি বাতিলের দাবি জানায়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।