কিশোরগঞ্জে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ আটক ২
কিশোরগঞ্জে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ। এতে জেলায় কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়নি।
আটক হওয়া অপর ব্যক্তি হলেন সাইদুর রহমান। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তরসম্পাদক।
আজ বেলা ১১টার দিকে জেলা শহরের রথখোলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও সন্ত্রাসী কাজের প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ দুপুর ১২টায় রথখোলা ময়দানে জেলা বিএনপির সমাবেশের কর্মসূচি ছিল। সকাল থেকেই রথখোলা ময়দানের সামনে বিপুল পুলিশ অবস্থান গ্রহণ করে। কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন ইসরাইল মিয়া ও সাইদুর রহমান।
কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী দলের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, আটক দুই নেতাকে আজ বিকেলে আদালতে প্রেরণ করা হলে সময়াভাবে শুনানি হয়নি। আগামীকাল তাদের পক্ষে জামিন আবেদন করা হবে।