কিশোরগঞ্জে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই তরুণের
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে মিলন মিয়া ও ইবনে রুমান শিমুল নামের দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ রাবারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিলন মিয়া (২২) রংপুরের আলমনগর কলোনির মো. লিলু মিয়ার ছেলে এবং ইবনে রুমান শিমুল (১৭) গুপ্তধন এলাকার জাহাঙ্গীর আলম সাব্বিরের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইবনে রুমান শিমুল তার মামা স্কুলশিক্ষক মোহাম্মদ আলী রাসেলের রাবারকান্দি এলাকার ভাড়া বাসায় থেকে লেখাপড়া করত। সে ১০ম শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে, মিলন মিয়া চাচা মোহাম্মদ আলী রাসেলের কাছে বেড়াতে আসেন।
আজ দুপুরে মিলন ও শিমুল দক্ষিণ রাবারকান্দির ইসলাম উদ্দিনের পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরের পানিতে তলিয়ে গেলে এলাকাবাসী তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।