কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ে নিহত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলংকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আছমা আক্তার (৫৬) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. জয়নাল আবেদীন জানান, রাত ৩টার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির আশঙ্কা দেখা দিলে মা ও মেয়ে বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি খলায় ধান ঢেকে রাখার কাজ শুরু করেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে দুজনেই দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
দুজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।