কিশোরগঞ্জে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিশাটির যাত্রী। আজ রোববার সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহণের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার নোয়াগাঁও এলাকায় বাসটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
অটোরিকশাটির যাত্রী নিহত রিফাত ও জোহরা বেগম কিশোরগঞ্জ সদরের অধিবাসী। আর আহতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান অনিক, কিশোরগঞ্জ সদরের ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা এক যাত্রী। আহতদের মধ্যে ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন ও মেহেদী হাসান অনিককে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেহেদী হাসান অনিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ফোর্স পাঠিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। বাসের চালকসহ অন্যরা পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। হতাহতদের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।