কিশোরগঞ্জে বিএনপির ১০৬ নেতাকর্মীর জামিন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি বিএনপির ১০৬ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক মো. সায়েদুর রহমান খান তা মঞ্জুর করে আদেশ দেন।
জামিন মঞ্জুর হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও কামাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
গত ৩ সেপ্টেম্বর জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতাকর্মীকে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে পাকুন্দিয়ার সৈয়দগাঁও চৌরাস্তা মোড় এলাকায় আয়োজিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২০০ রাউন্ড করে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের ২০ সদস্যসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দেড় হাজার জনকে আসামি করে একটি মামলা করা হয়। পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাটি করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনের নামে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কর্তব্য কাজে বাধাদান এবং সাধারণ জনগণের উপর হামলা, ভাঙচুর ও ক্ষতিসাধনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের অভিযোগ আনা হয়।
আসামিপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট সাজ্জাদুল হক, অ্যাডভোকেট শফিউজ্জামান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট আসাদ রেজা, অ্যাডভোকেট সায়েম মজুমদার, অ্যাডভোকেট আবু ফয়জুল করিম মুবিনসহ অর্ধশত আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম জামিনের বিরোধিতা করেন।