কিশোরগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কিবরিয়া কারাগারে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে হত্যা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে গোলাম কিবরিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক সায়েদুর রহমান খান আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আশরাফ উদ্দিন দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ৭ জুন গোলাম কিবরিয়া ও তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান মিজবাহ উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মজিবুর রহমান (৬২) নামের এক ব্যক্তি নিহত হন। ইউনিয়নের বাহেরনগর গ্রামের বাসিন্দা মজিবুর মিজবাহ পক্ষের সমর্থক ছিলেন। ওই ঘটনায় ৮ জুন মজিবুরের ছেলে জাহিনুর রহমান বাদী হয়ে গোলাম কিবরিয়াকে প্রধান আসামি করে ৫৪ জনের নামে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে গোলাম কিবরিয়া পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্থানীয় সাংসদ আফজাল হোসেনের আপন মামাতো ভাই এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে তিনি বিজয়ী হন।