কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি রফিকুল ইসলাম ও শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ১-এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৪ মে মিঠাপুকুর উপজেলায় এক কিশোরী একই গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওই দিন রাত ৮টার দিকে কিশোরী তার বোনের বাড়ির পাশে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামি রফিকুল ইসলাম ও শাহ আলম কিশোরীকে অস্ত্রের মুখে অপহরণ করে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় করা মামলায় আট সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামি রফিকুল ইসলাম ও শাহ আলমকে দোষী সাব্যস্ত করে অপহরণের অভিযোগে যাজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। অপরদিকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।